ঢাবির বৈশাখী কনসার্টের অনুমতি বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে ছাত্রলীগ আয়োজিত কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। বৈশাখী কনসার্ট ঘিরে ছাত্রলীগের এক অংশের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলা নববর্ষ- ১৪২৬ উদযাপন উপলক্ষে আগামীকাল (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে অনুষ্ঠেয় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের দুই দিনব্যাপী কনসার্ট উপলক্ষে টানানো ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন বুথ ও স্টলে ভাঙচুর এবং আগুন দেয় ছাত্রলীগের একটি অংশ।

এমএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।