শাবি থেকে ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার
শিক্ষকদের ওপর হামলা এবং সাংবাদিকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় এবার ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই দিনের ঘটনায় প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রলীগকর্মীদের একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বহিষ্কৃতরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ধনী রাম রায়, রাজনীতি অধ্যায়ন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম আরিফ ও একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন নাঈম।
এ বিষয়ে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। আমি চাই শিক্ষকদের উপর হামলাকারীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়া হোক।
রোববার শিক্ষকদের উপর হামলার দায়ে সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজকে সাময়িক বহিষ্কার করে।
উল্লেখ্য, গত রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা প্রশাসনিক ভবন-২ এর সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এঘটনায় অধ্যাপক ইয়াসমিনসহ ১০জন শিক্ষক আহত হন।
এমএএস/আরআইপি