ঢাবির ডিন নির্বাচন ২৯ এপ্রিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১১ এপ্রিল ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদের ডিন নির্বাচন আগামী ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খণ্ড) ১৮ নম্বর অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাদেশের ৩ নম্বর ধারা অনুযায়ী একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপকের নাম ওই নির্বাচনে প্রার্থী রূপে প্রস্তাব করতে হবে এবং পদবীসহ তার নাম নির্দিষ্ট মনোনয়নপত্রে যথাযথ সমর্থন ও প্রার্থীর সম্মতিসহ আগামী ১৮ এপ্রিল বেলা ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। আগামী ২১ এপ্রিল রোববার বেলা ১টার মধ্যে বা তৎপূর্বে যেকোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

ভোটদান শেষ হওয়ার পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ নির্বাচন পরিচালনা করবেন।

এমএইচ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।