মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৭ এপ্রিল ২০১৯

মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর।

ওই দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুর্য রায় ও আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান। উভয়ই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তুর্য রায় নগরীর মোন্নাফের মোড় এলাকার সাইফ টাওয়ারের ২১৪ নং রুমে থাকতেন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। আর মুহতাসিম রাফিদ খান নগরীর ভদ্রা এলাকার আল সাবিল টাওয়ারের ৪০৫ নং রুমে থাকতেন। তার বাড়ি খুলনার দৌলতপুরে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকালে তাদের মৃত্যু হয়।

সালমান শাকিল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।