রাবির হলে শিবির তল্লাশি : আটক ৪


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের খোঁজে তল্লাশি চালিয়ে এক শিবির নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মিনারের সামনে থেকে শিবির সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে দেয় ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ও শাহ্ মখদুম হলে তল্লাশি চালায় রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তল্লাশির সময় দুটি হলের চারটি কক্ষে ভাঙচুরও চালায় ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে।

আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মঈন উদ্দিন, সাদেকুর রহমান ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল হোসেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা  জাগো নিউজকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ আমীর আলী হলের ২০৯ নম্বর কক্ষে শিবির খোঁজে তল্লাশি চালাই। সেখান থেকে ওই হলের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদকে আটক করি। একই সঙ্গে ওই রুম থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। শাহ্ মখদুম হলেও তল্লাশি চালানো হয় তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুইজনকে আটক করি। এর আগে বঙ্গবন্ধু হলের ২১৫ নং কক্ষ থেকে আরো একজনকে আটক করেছি। আটকরা সবাই শিবিরের সাথী বলে নিজেদের স্বীকার করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোলাইমান চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয়  থেকে মোট চারজনকে ছাত্রলীগ আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলীর শাখা শিবিরের এক নেতাকে ছাত্রলীগের নেতাকর্মীরা শনাক্ত করে। এছাড়া বঙ্গবন্ধু হল ও শহীদ মিনার প্রাঙ্গন থেকেও শিবির সন্দেহে আটক করেন তারা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটক শিবির নেতাকর্মীদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাশেদ রিন্টু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।