হ্যান্ডবলে ১৭-৩ ব্যবধানে ঢাবিকে হারালো গণবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গণ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

 

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ’১৯ এর হ্যান্ডবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ১৭-৩ ব্যবধানে জয় পেয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয় (গণবি)।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে গণবিশ্ববিদ্যালয়। স্বাভাবিক খেলা উপহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অধিকাংশ স্কোর করেন গণবিশ্ববিদ্যালয়ের ফারজানা ও মিসাইনু মারমা।

gono-university

গ্রুপ পর্বের আরেকটি ম্যাচে একই দিনে বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বিতা করবে গণবিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’। দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং আর অ্যাথলেটিক্স এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।