জাবি বিজনেস রিসার্চ ক্লাবের গবেষণা জার্নাল প্রকাশ


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩১ আগস্ট ২০১৫

জহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজনেস রিসার্চ ক্লাবের উদ্যোগে একটি গবেষণা জার্নাল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে গবেষণা জার্নালের মোড়ক উম্মোচন করেন উপ-উপাচার্য ড. আবুল হোসেন।

এ সময় বলেন উপ-উপাচার্য ড. আবুল হোসেন, গবেষণা সংক্রান্ত পড়াশুনা ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি প্রবাল দত্ত, ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডের নির্বাহী প্রধান মন্ডল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত বিজেনেস রিসার্চ ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত এবং ব্যবসা শিক্ষা সংক্রান্ত দক্ষতা অর্জনে কাজ করে আসছে।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।