চাকরির পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের হাতে মার খেলেন শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী।
শিবিরকর্মী সন্দেহে ওই চাকরিপ্রার্থীকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের শিকার এমদাদুল হক প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।
মারধরকারীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী শাখা ছাত্রলীগের চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চাকরির মৌখিক পরীক্ষা দিতে আসেন প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক। এ সময় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক শরীফ উদ্দীনের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী এমদাদুল হককে মারধর করে। পরে এমদাদুল হককে পুলিশে সোপর্দ করে তারা।
বিষয়টি স্বীকার করে সিএফসি গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত জাগো নিউজকে বলেন, এমদাদ চিহ্নিত শিবির কর্মী। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষে সামনে থেকে শিবিরের নেতৃত্ব দিয়েছে এমদাদ। আজ ক্যাম্পাসে আসলে আমাদের কর্মীরা তাকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বলেন, চাকরির মৌখিক পরীক্ষা দিতে আসলে এমদাদ নামের এক সাবেক শিক্ষার্থীকে শিবিরকর্মী সন্দেহে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে আমরা তাকে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাদের জানানো হলে আমরা তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে বলেছি। তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
আবদুল্লাহ রাকীব/এএম/এমকেএইচ