প্রতীক্ষার অবসান ঘটছে বেরোবির শিক্ষার্থীদের


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ আগস্ট ২০১৫

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের প্রথম আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আসন বরাদ্দের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। আর হল চালু হলেই শিক্ষার্থীরা পেয়ে যাবে হলের আবাসিক পরিচয়।

রোববার বিকেল ৩টায় হলের প্রভোস্ট রুমে প্রথমদিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে বলে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় নিশ্চিত করেছেন।

গত বছরের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু হল ও জুনে শহীদ মুখতার ইলাহী হলের নির্মাণকাজ শেষ হয়।ছয়তলা ভবনের প্রতিটি হলে ৬৮টি কক্ষ। প্রতিটি হলে ২২৫ জন শিক্ষার্থীর থাকার সুবিধা রয়েছে।

অপরদিকে ছাত্রদের অপর একটি হলের সাক্ষাৎকারের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে বলে জানান শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব)আমীর শরিফ।

বঙ্গবন্ধু হলে সাক্ষাৎকারে দিতে আসা বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে আনন্দময় জায়গা হচ্ছে আবাসিক হল। হলে না থাকলে নাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় সার্থকতা থাকে না। আর আমরা দীর্ঘদিন এই হল সুবিধা বঞ্চিত আছি।

তারা আরও জানান, ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীই ইতোমধ্যে পড়াশোনার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছে। হলে থাকার সৌভাগ্য হয়নি তাদের। যেহেতু হলের সাক্ষাৎকার অনুষ্ঠিত হলো আশা করা যায় হল চালু হবে। আর আমরা পেয়ে যাব বহুকাঙ্ক্ষিত হলের আবাসিক পরিচয়।

হলের সাক্ষাৎকার নেওয়ার সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বলে জানান পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
 
এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।