শেকৃবিতে আরণ্যকের র‌্যাগ ডে উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২০ মার্চ ২০১৯

উৎসব মুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের আরণ্যকের (৮ম ব্যাচ) র‌্যাগ ডে উদযাপন কর্মসূচি চলছে। আজ বুধবার (২০ মার্চ) গ্রান্ড ডিনারের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

গত রোববার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুস্থ শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। পরদিন সোমবার সকাল ১০টায় আনন্দঘন পরিবেশে র‌্যালির মধ্য দিয়ে মূল উদযাপন শুরু হয় এবং সন্ধ্যা আতশবাজি ও ফানুস উত্তোলন করা হয়।

Sere-Bangla

এছাড়া গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। নাচ-গান ও নানাবিধ সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন শিক্ষার্থীরা। আজ বুধবার (২০ মার্চ) গ্রান্ড ডিনারের আয়োজনের মধ্য দিয়ে তাদের এ অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

সদ্য গ্রাজুয়েট হওয়া এই ব্যাচের শিক্ষার্থী নিশাত তাসনীম প্রীতি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন ক্যাম্পাসে আমাদের পথচলা শুরু হয়েছিল। স্মৃতি বিজড়িত অনেক মুহূর্তই অতিক্রম হয়েছে। সবাইকে ছেড়ে যেতে হবে, এটা ভাবলেই অবাক লাগে। সকলের জন্য শুভকামনা, যেন সবাই নিজ নিজ স্বপ্ন পূরণে সফল হয়।’

মো. রাকিব খান/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।