ঢাবি গ্রন্থাগারের সামনে ফের ‘নুর চত্বর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের স্থানটিকে ফের নুর চত্বর বলে ঘোষণা করা হয়েছে।
বুধবার নুর চত্বর লেখা একটা সাইনবোর্ড গ্রন্থাগারের সামনের গাছে দেখা যায়। তবে কারা এটা টানিয়েছে জানা যায়নি।
এর আগে গত বছরের ৩০ জুন গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হওয়ার পর ওই স্থানটিকে নুর চত্বর ঘোষণা করে সাইনবোর্ড টানায় কে বা কারা। সেখানে লেখা ছিল, ‘ন্যায়ের সংগ্রামের আপসহীন যোদ্ধা, সারা বাংলার ছাত্র সমাজের অবিসংবাদিত নেতা নুরুল হক নুর এক মহান ছাত্র নেতা।’ এরপর ছাত্রলীগ সেটি খুলে ফেলে।
গত সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নুরুল হক নুর। তিনি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক।
এমএইচ/জেএইচ/পিআর