‘ডাকসু নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৩ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্তরিকতায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। তাদের সবার যে কর্মপ্রয়াস, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রমের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার উপাচার্যের নেই। নির্বাচিতদের দায়িত্বগ্রহণ নিয়ম অনুযায়ী যথাসময়ে হবে।

বুধবার (১৩ মার্চ) বেলঅ আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, একাডেমিক কার্যক্রম চলছে। কেউ বিশৃঙ্খলা করার প্রয়াস নিলে সহ্য করা হবে না। অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে উপাচার্যের কার্যালয়ের সামনে পুনঃনির্বাচনের দাবিতে পাঁচ প্যানেলের প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে তিন দফা দাবিতে স্মরকলিপি দেয়া হয়।

এমএইচ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।