ডাকসু নির্বাচন বাতিলে অবস্থান কর্মসূচিতে বামপন্থী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থী শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে টিএসসি চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিভিন্ন স্লোগানে মাইকের তালে তাল মেলাচ্ছেন অন্যরা।

daksu1

প্রহসনের নির্বাচন মানি না, মানবো না, মানবতার ফেরিওয়ালা নির্বাচনে দিচ্ছে তালা, জালিয়াতির নির্বাচন বাতিল করতে হবে, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত প্ল্যাকার্ড ফেস্টুনে লেখা এমন নানা স্লোগান হাতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এছাড়া ডাকসু নির্বাচনে ভোট দিতে গিয়ে শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে। শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন।

daksu2

আন্দোলনে নেতৃত্ব দেয়াদের মধ্যে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রুদ্র রায় জানান, অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। জালিয়াতির নির্বাচন মানি না- এ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। অবিলম্বে দাবি মানা না হলে আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। এ লক্ষ্যে বিকেলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

daksu4

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। জিএস পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

daksu5

সোমবার (১১ মার্চ) রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এমএইচএম/এএইচ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।