ভোট বর্জন ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১১ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মেস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা শুরু থেকেই এই নির্বাচনের অসঙ্গতি তুলে ধরেছিলাম। প্রায় সকল হলে সিল মারা ব্যালট পাওয়া গেছে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন হলে গতরাতেই ভোট দেয়া হয়েছিল।

সোমবার দুপুরে দেড়টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন প্রহসন ভোট-ডাকাতির উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবিও জানান তিনি।

তিনি আরও যেসব দাবি জানিয়েছেন তারমধ্যে রয়েছে- নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে, হামলাকারীদের বহিষ্কার করতে হবে।

এইউএ/এনএফ/আরআইপি

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।