জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে মিছিল শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুরাতন রেজিস্ট্রার ভবনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে যান বলে জানান ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ। তবে উপাচার্য অসুস্থ থাকায় উপাচার্যের ব্যক্তিগত সহকারী গ্রহণ করেন বলে জানান তিনি।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার কারণে শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে দখলদারিত্ব, সংকুচিত হয়েছে শিক্ষার অধিকার। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষার্থীরা। কিন্তু তাদের মতপ্রকাশের প্রাতিষ্ঠানিক সুযোগ দীর্ঘদিন ধরে বন্ধ আছে।
এছাড়া শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জাকসুর আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তারা।
হাফিজুর রহমান/এএম/পিআর