ডাকসু নির্বাচন : প্রার্থীতা ফিরে পাচ্ছেন অনেকেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০১ মার্চ ২০১৯

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল হওয়া অনেকেই প্রার্থীতা ফিরে পাচ্ছেন। তবে তাদের তালিকা আগামী ৩ মার্চ প্রকাশ করবে প্রশাসন।

শুক্রবার প্রার্থীতা ফিরে পাওয়া কয়েক প্রার্থী ও নাম প্রকাশে অনিচ্ছুক এক রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাকসুতে প্রার্থীতা ফিরে পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছে- এ. আর. এম আসিফুর রহমান, উম্মে হাবিবা বেনজির, ইশাত কাশফিয়া ইলা, শাফায়াত হাসনাইন সাবিত।

সূত্র জানায়, যারা প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিল তাদের আবেদন মঞ্জুর হয়েছে। তারা সবাই প্রার্থীতা ফিরে পাচ্ছেন। এর ফলে ডাকসু নির্বাচনে অংশ নেয়ায় তাদের আর কোনো বাধা থাকবে না।

বাম জোট সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর তার প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার আমাকে কল দিয়ে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি জানিয়েছেন’।

এমএইচ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।