‘মাথায় অস্ত্র ধরে বলল যা আছে দিয়ে দে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরমান আলী বলে বলেন, টিউশন শেষে ফেরার পথে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনের রাস্তায় দুটি মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা পাঁচজন যুবক আমাকে থামতে বলে। সেখানে থামাতেই ওই যুবকরা আমার মাথায়, কোমরে অস্ত্র ঠেকিয়ে এবং গলায় ছুরি ধরে বলে- মোবাইল ও টাকা-পয়সা যা আছে দিয়ে দে। তখন আমার মোবাইল ও মানিব্যাগ তাদের দিয়ে দিলে দ্রুত কেটে পড়ে।

তিনি আরও বলেন, মানিব্যাগে টিউশনির বেতনের তিন হাজার টাকা ছিল। পুরো ঘটনা মাত্র এক মিনিটের মধ্যে ঘটে যায়। ছিনতাইকারীদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে চিনতে পারিনি আমি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনে পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

সালমান শাকিল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।