জাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১১ অক্টোবর


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৭ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্বাচনের সময়, স্থানসহ আনুষ্ঠানিত তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।

এর আগে বুধববার সকাল সাড়ে ১০টায় মেয়াদউত্তীর্ণ প্রতিনিধিদের নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যান। এসময় তাদের উপস্থিতিতেই সিনেটের মেয়াদউত্তীর্ণ ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে সংবাদিকদের জানান তারা।

শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

প্রশাসনিক সূত্রে জানা যায়, সিনেটের এসব সদস্যদের মধ্যে প্রাক্তন স্নাতকদের মধ্য থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধির ২৫টি পদের মেয়াদ শেষ হয়েছে ১৪ বছর আগে। ৩৩ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালের ২৫ জুন। এই পদগুলোর মধ্যে ২৩ বছর ধরে জাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বন্ধ থাকায় সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি নেই।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।