ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা তরুণদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা করেছে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রম পরিষদ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ‘সিঙ্গেল ছিলাম থাকবো, যুগে যুগে লড়বো’ স্লোগানে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে করা বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সিঙ্গেল সংগ্রাম পরিষদ যখন এ বিক্ষোভ করে তখন ঠিক তার পাশেই বটতলায় চলছিল ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান। সিঙ্গেল সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পসে বেরিয়ে পড়েন। কলাভবন, টিএসসি, কার্জন হল ঘুরে তারা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে।

সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু ঘোষণা দেন, ‘আজ থেকে ভালোবাসা দিবস নয়, ১৪ ফেব্রুয়ারি আমরা সিঙ্গেল ডে হিসেবে পালন করবো। আমরা সব ধরনের অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা প্রেমের নামে প্রতারণা বন্ধ চাই। আগামী দিনে আমরা সারাদেশে কমিটি দিয়ে আন্দোলন গড়ে তুলবো।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আব্দুর রহমান আবির বলেন, ‘আজকের এ বিক্ষোভ পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে বৈষম্য চলবে না।’ এ সময় পাশ থেকে পরিষদের ব্যানারে দাঁড়ানো অন্যান্যরা স্লোগান দিতে থাকেন ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, আমাদের সংগ্রাম চলছে, চলবেই।’

এমএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।