আড়াই মাইল হেঁটে স্কুলে গিয়েছি : ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নে বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি এ পিঠা উৎসবের আয়োজন করে।

উৎসবে দুধপুলি সোনালী, ভেজা গোলাপ, নারকেল পিঠা সোনালী, ভাপাপুলি, সুচির বরফি, সুজি পিঠা, পুনিয়া, তৈল পিঠা, কুলাস, গোলাপ,পাকান পিঠাসহ বিভিন্ন স্বাদের পিঠা স্থান পায়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান।

iuvc

অনুষ্ঠানে রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তান ইবি উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, অবহেলিত উপেক্ষিত জনপদ রংপুর আজ বিভাগে রুপান্তরিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনাও আমাদের রংপুরের গৃহবধূ।

তিনি বলেন, নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করে আমি আড়াই মাইল হেঁটে স্কুলে গিয়ে ক্লাস করেছি। লক্ষ্য থাকলে সকল বাধা আগ্রাহ্য করে এগিয়ে যাওয়া যায়।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফিরোজ আল মামুন, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।