শেকৃবিতে সরস্বতী পূজা উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ পূজা অনুষ্ঠান শুরু হয়।

puja-2

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীর সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পূজা শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পূজাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দর আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মাতৃ ভান্ডার মন্দিরের সভাপতি পরিমল কান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক অলক কুমার পাল। অনুষ্ঠানে সরস্বতী পূজা শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

puja-3

পূজা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে। সার্বিকভাবে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানান পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রুদ্রনাথ টুটন।

সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. রাকিব খান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।