মাদক সেবন করায় রাবির দুই কর্মচারী বরখাস্ত
ক্যাম্পাসে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সেবনের জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম।
ড. আলীম বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের টাইপিং শাখার কর্মচারী মাসুদ রানা ও পত্রপ্রেরণ শাখার কর্মচারী সেলিম রেজাকে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় আগামী সিন্ডিকেটে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানান তিনি।
এছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে চাকরির আবেদনের বয়স পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। এর আগে চাকরির আবেদনের বয়স ছিল ৩০। বর্তমানে ৩৫ বছর পর্যন্ত রাবির তৃতীয় শ্রেণির চাকরিতে আবেদন করা যাবে।
সালমান শাকিল/এএম/এমকেএইচ