‘কেউ যেন আমার মতো যন্ত্রণা ভোগ না করে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

এক বছরেরও বেশি সময় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়ে মরণব্যাধি ক্যানসার থেকে মুক্তি মিলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সালমান শাহাদাতের।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নতুন জীবন পাওয়া সালমান ক্যাস্পাসে ফিরে কাজ করে যাচ্ছেন ক্যানসার সচেতনতামূলক সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)। গত দুই বছর এই সেচ্ছাসেবী সংগঠনের কাজ করে এবার কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মনোনীত হয়েছেন তিনি।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুসা করিম রিপন এবং সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম শাওন কুষ্টিয়া অঞ্চলে ১৫ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মিরা খাতুন মনোনীত হয়েছেন।

সালমান শাহাদাত বলেন, প্রথম স্টেজে ক্যানসার শনাক্ত হলে এর চিকিৎসা বাংলাদেশেই রয়েছে। এছাড়া যেসব কারণে ক্যানসারের মত মরণব্যাধি হচ্ছে সেসব বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছি। কেউ যেন আমার মত যন্ত্রণা ভোগ না করে সেটাই কাম্য।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।