জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য বিরোধীদের জয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে অধ্যাপক অজিত কুমার মজুমদার সভাপতি ও অধ্যাপক মো. সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন কার্যক্রম চলে। সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদের মধ্যে চারটি পদসহ মোট ১০টি পদে জয়লাভ করেছে। এছাড়া উপাচার্যপন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ১৫টি পদের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে।

সম্মিলিত শিক্ষক সমাজ প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. মনোয়ার হোসেন জয় পেয়েছেন । এছাড়া সদস্য পদে অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান ও অধ্যাপক সাঈদ ফেরদৌস জয় পেয়েছেন।

অন্যদিকে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ জয় পেয়েছেন । এই প্যানেল থেকে সদস্য পদে জয় পেয়েছেন অধ্যাপক ড. এ এ মামুন ও অধ্যাপক রাশেদা আখতার।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ ১৫টি পদে লড়াই করেন মোট ৩০ জন প্রার্থী।

হাফিজুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।