রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মুনের ভর্তি বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) যোগ্যতা ছাড়ায় অবৈধভাবে ভর্তির দায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুনের ছাত্রত্ব বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, ভর্তির যোগ্যতা না থাকার পরও ইব্রাহীম হোসেন মুন নামে এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল। তদন্তে তার ভর্তির যোগ্যতা না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপনের পর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে আইবিএস থেকে তার ভর্তি বাতিল করা হয়।
অ্যাকাডেমিক কাউন্সিলের দুইজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমফিল ডিগ্রি নেয়ার জন্য আইবিএসে ভর্তি হয় ইব্রাহীম হোসেন মুন। ভর্তির যোগ্যতা না থাকলেও তৎকালীন ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের একক সিদ্ধান্তে নিয়ম বহির্ভূতভাবে তাকে ভর্তি করা হয়েছিল।
বিষয়টি বর্তমান প্রশাসন জানার পর সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. আব্দুল লতিফকে ওই তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। তদন্ত কমিটি মুনের ভর্তির যোগ্যতা না থাকার বিষয়টি প্রমাণ পাওয়ায় তার ভর্তি বাতিলের সুপারিশ করে। তারই পরিপ্রেক্ষিতে মুনের ভর্তি বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুন জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আমার আইবিএসের ভর্তি বাতিলের বিষয়টি শুনেছি। ভর্তির বিষয়ে আমার যোগ্যতা না থাকার বিষয়টি বলা হলেও তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
রাশেদ রিন্টু/এসএস