কোটা সংস্কার আন্দোলনের নেতাদের পাঁচ দফা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে পাঁচ দফা দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

ডাকসু নির্বাচনের আচরণবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি উপস্থাপন করেছেন তারা।

রোববার উপ-উপাচার্যের (শিক্ষা) কার্যালয়ে পরিষদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্ব উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হাসান, রাশেদ খান, মাহফুজ, বেলালীসহ ১২ জন।

পাঁচ দফা দাবি

১. সব শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে।
২. কোনো রাজনৈতিক সংগঠন যাতে ক্যাম্পাসে সবার সহাবস্থানে কোনো প্রকার বাধা সৃষ্টি না করতে পারে।
৩. সম্প্রতি যারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ঢাবির বিভিন্ন হলে আবাসিক শিক্ষার্থীরা যাতে কোনো প্রকারের নির্যাতন বা ভয়ভীতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে।
৫. সর্বোপরি ডাকসুর নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করার লক্ষে তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় এই নির্বাচন কারোর কাছে গ্রহণযোগ্য হবে না।

এমএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।