জাবিতে গোলাম রহমান ও মাহফুজ আনামকে আজীবন সম্মাননা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গত ২১ ডিসেম্বর বিভাগটি ৭ম বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণ করে। বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আজীবন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন- সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

এ সময় বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল ও বিভাগের শিক্ষকরা। উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ju-versity

উদযাপনের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আজীবন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন- সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল। বাংলাদেশের সাংবাদিকতার একাডেমিক ও পেশাগত পরিসরে অসামান্য অবদান রাখায় বিভাগের পক্ষ থেকে সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে আজীবন সম্মাননা দেয়া হয়।

আজীবন সম্মাননা প্রদান পর্ব শেষ হওয়ার পর আলোচনা সভার সূচনা বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও মাহফুজ আনামের মতো গুণীজনদের বিভাগে নিয়ে আসা, বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

ju-versity

‘সাংবাদিকতা শিক্ষা ও পেশাগত চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় আদর্শ ও অবস্থা নিয়ে কথা বলে। তবে পেশাগত বাস্তবতা থাকে অন্যরকম। ফলে শিক্ষার্থীরা পেশাগত জীবনে প্রবেশ করে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এই চ্যালেঞ্জ নিয়ে তাদের কাজ করতে হয়। ফলে একাডেমিক পরিসরেই তাত্ত্বিক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।

বাংলাদেশে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে সামনে এগিয়ে যেতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম শিল্পে জড়িতদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক গোলাম রহমান।

আলোচনা সভায় দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিক হতে হলে বাক-স্বাধীনতাকে ভালোবাসতে হবে। প্রতিনিয়ত প্রশ্ন করে সমাজের সেবা করাই সাংবাদিকতা। নিপীড়িত মানুষের কথা বলার মানসিকতা নিয়ে সাংবাদিকতায় আসতে হবে।

হাফিজুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।