ঢাবিতে শাস্ত্রীয় সংগীত উৎসব ২৭-২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে শাস্ত্রীয় ‘সংগীত উৎসব’। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিনব্যাপী এ সংগীত উৎসবের আয়োজন করেছে ঢাবির সংগীত বিভাগ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবির সংগীত বিভাগের চেয়ারম্যান টুম্পা সমাদ্দার।

আয়োজকরা জানান, ঢাবি সংগীত বিভাগ প্রতিবছরই এরকম আয়োজন করে। কিন্তু এবারের আয়োজনটা বড় পরিসরে ঢাবির আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে সংগীত অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত শিল্পী ও শিক্ষক অধ্যাপক অলোক চট্টোপাধ্যায়। এছাড়াও বরাবরের মতো এবারও ঢাবির সংগীত বিভাগ গুণীজন সম্মাননা ও নিলুফার ইয়াসমিন বৃত্তি প্রদান করবে।

উৎসবে আমন্ত্রিত অতিথি থাকবেন ভারতের প্রখ্যাত শিল্পী ও শিক্ষক অধ্যাপক অলোক চট্টোপাধ্যায়, অধ্যাপক বিশ্বজিৎ সাহু, অধ্যাপক শুভায়ু সেন মজুমদার, অরূপ দে এবং স্বাগতা মুখার্জি। শ্রীলঙ্কা থেকে আসছেন ড. চিন্তক প্রগীত মেদ্দেগোদা। এছাড়াও বাংলাদেশের প্রথিতযশা সংগীত শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি অধ্যাপক ড. শাহনাজ নাসরীন ইলা, প্রভাষক শরীফ হোসাইন, সহকারী অধ্যাপক আজিজুর রহমান তুহিন, প্রিয়াঙ্কা গোপ, সাবরিনা আক্তার টিনা।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।