রাবিতে প্রথম বর্ষে ৫৯ আসন ফাঁকা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ৫৯টি আসন ফাঁকা রেখেই সোমবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট ৯টি অনুষদে ৫৮-৫৯টির মতো আসন ফাঁকা আছে। কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে ফাঁকা আসনগুলো পূরণে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে সোমবার ৫৯টি বিভাগে পরিচিতিমূলক ক্লাসের মাধ্যমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিভাগে বিভাগে ছিল নানা আয়োজন।

সালমান শাকিল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।