বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে নবীন বরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে নবীনদের বরণ করে নিল ছাত্রলীগ। ব্যতিক্রমী এ নবীন বরণের আয়োজন করে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে শতাধিক নবীন শিক্ষর্থীর মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেন মিজানুর রহমান লালন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এ সময় স্ব-স্ব বিভাগ নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান লালন।
এ সময় উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের সভাপতি ড. আবু রায়হান, ড. মোহাম্মাদ মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ড. দেবাশীষ শর্মা, ইবি ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ নেতা লুৎফুল্লাহিল পল্লব, মুদ্দাচ্ছির খালিদ ধ্রুব, বিপ্লব, আল আমীন, রুবেল ও পারভেজ প্রমুখ।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস