জাবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন


প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৩ আগস্ট ২০১৫

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। আগামী ৩১ আগস্টও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেডারেশনভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন করা হবে।

অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, শিক্ষকতা পেশা অন্য পেশার চেয়ে অনেক বেশি পরিশ্রমী পেশা। কিন্তু সেই তুলনায় তারা সব থেকে বেশি নিষ্পেষিত। তাই একটি সম্মানজনক বেতন কাঠামো আমাদের নৈতিক দাবি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম, মোহাম্মদ কামরুল আহসান, মো. শামছুল আলম সেলিম, মো. মোজাম্মেল হক, রাশেদা আখতার, সৈয়দ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, সিকদার মো. জুলকারনাইন প্রমুখ।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।