ডুয়েট শিক্ষক সমিতির কর্মবিরতি অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৩ আগস্ট ২০১৫

বৈষম্যমূলক প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেল প্রত্যাখ্যান এবং স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতি রোববার সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এবং স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রাজু আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্র্রসারণ) কামরুননাহার জাগো নিউজকে জানান, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে এ কর্মসূচি পালিত হয়। আগামী  ৩১ আগস্টও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেডারেশনভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন করা হবে।

উল্লেখ্য, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এর আগেও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে গত ২৮ মে মানববন্ধন, ১৮ জুন দু’ঘণ্টার কর্মবিরতি, ২৮ জুন মানববন্ধন, ১৬ আগস্ট তিন ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। এরই ধারবাহিকতায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

এমইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।