রাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী রোববার পর্যন্ত আমাদের এ কর্মবিরতি অব্যাহত রাখবো। আগামী কর্মসূচিতে পরবর্তী করণীয় ঘোষণা করা হবে।
আগামী রোববার পর্যন্ত কর্মবিরতি পালনের কথা শোনার পর দাবি মেনে নেয়ার কোনো আভাস পেয়েছেন কিনা জানতে চাইলে আনন্দ কুমার সাহা বলেন, আমরা এখনো সেরকম কিছু পাইনি। তবে গণমাধ্যম থেকে যে তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে আমাদের সিলেকশন গ্রেট ও টাইম স্কেল মেনে নেয়া হবে।
এই কর্মবিরতির সঙ্গে অবস্থান ধর্মঘট পালনের কথা থাকলেও তা হচ্ছে না এবং শিক্ষকদের দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিলো গত রোববারের কর্মসূচি থেকে।
এ ব্যাপারে জানতে চাইলে ড. আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করছি। সেখানে এর আগে যে সিদ্ধান্ত হয়েছিলো তাতে শুধু কর্মবিরতির কথা উল্লেখ আছে। কিছু শিক্ষক ভুল করে অবস্থান ধর্মঘটের কথা বলেছেন।
এসএস/পিআর