নতুন নেতৃত্বের হাতে ঢাবি সাংবাদিক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতি (ডুজা) এর নতুন নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নতুন নেতৃবৃন্দের হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ।
এ সময় বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব বুঝে নেন নতুন কমিটির সভাপতি আসিফুর রহমান (দৈনিক প্রথম আলো) ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ (ডেইলি সান) সহ নতুন কার্য নির্বাহি কমিটির সদস্যবৃন্দ।
সমিতির বিদায়ী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানাউল হক সানী। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মফিজুর রহমান, বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভূঁইয়া, প্রক্টর এম আমজাদ আলীসহ সমিতির সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল ও বিভিন্ন বাম সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন সাংবাদিক সমিতিতে নির্বাচন অনুুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয় দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ইংরেজি দৈনিক ডেইলি সান এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন মাহমুদ।
এমএইচ/আরএস/এমআরআই