খুবিতে মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২০ আগস্ট ২০১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে মূল মন্দির ভবনের জন্য নির্ধারিত স্থানে মাটি খননের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করেন।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে স্ব স্ব ধর্ম পালন করতে পারে এবং সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকে।

এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু, ট্রেজারার খান আতিয়ার রহমান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা।

এছাড়া উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, মন্দির নির্মাণ উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আশীষ কুমার দাস ও মন্দির কমিটির সদস্য-সচিব সহকারী রেজিস্ট্রার কৃষ্ণপদ দাসসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন ও অপরাজিতা হলের মধ্যবর্তী সড়কের দক্ষিণে একতলা বিশিষ্ট মূল মন্দির ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ টাকা। আগামী সরস্বতী পূজার আগেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করেছেন সংশ্লিষ্ট কমিটি।

আলমগীর হান্নান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।