ছাত্রলীগের সাবেক নেত্রী ঢাবির প্রথম নারী সহকারী প্রক্টর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। নিয়োগের পর গতকাল সোমবার সীমা ইসলাম আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, সীমা ইসলামকে উপাচার্য নিয়োগ দেয়ার পর গতকালই তিনি কাজে যোগ দেন।

১৯২১ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম কোনো নারী সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। এর আগে এ পদে কোনো নারী শিক্ষক ছিলেন না। তবে প্রক্টরিয়াল বডিতে একজন নারী কর্মকর্তা ছিলেন।

সীমা ইসলাম রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

তিনি চারুকলা অনুষদ থেকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পান। তার আগে এ অনুষদ থেকে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এ পদে দায়িত্ব পালন করেন।

এমএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।