জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে ভুল


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৯ আগস্ট ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের গবেষণা শাস্ত্র পদ্ধতি (রিসার্চ ম্যাথোলজি)  বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন পরীক্ষার্থীরা। বুধবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

কয়েকজন পরীক্ষার্থী জাগো নিউজকে জানান, বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ১৬০ জন পরীক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগের গবেষণা শাস্ত্র পদ্ধতি (রিসার্চ ম্যাথোলজি) বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রের ৩০১ ও ৩০২ নং কক্ষের ১২২ জন পরীক্ষার্থীর প্রশ্নপত্রে ১৬ নং প্রশ্নের আংশিক ও ১৭ নং প্রশ্ন ছিল না। এর ফলে পরীক্ষার্থীরা ২০ নম্বর উত্তর করতে পারেননি। পরে বিষয়টি পরীক্ষার্থীরা তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু এতে কোনো প্রতিকার না পেয়ে পরীক্ষা শেষে দুপুর একটা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।

পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন। এ ঘটনায় সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে পরীক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ জাগো নিউজকে বলেন, বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। জাতীয় বিশ্বাবিদ্যালয়ের এই অনাকাঙ্খিত ভুলের জন্য পরীক্ষার্থীরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।