মানুষের স্বার্থপরতাই পরিবেশকে ধ্বংস করছে : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, মানুষের স্বার্থপরতাই পরিবেশকে ধ্বংস করছে। পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর আরও গবেষণা করতে হবে। বিকল্প নির্মাণসামগ্রী জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জবিতে ‘আমাদের পরিবেশ : আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে জবির ভূগোল ও পরিবেশ বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সৈয়দা ইসরাত নাজিয়া। জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরের এইচবিআরআই’র সিনিয়ার রিসার্চ অফিসার মো. আকতার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেডএ/এমএস