বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত আব্দুল জব্বার মোড় রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল কাদের জিলানী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল কাদের জিলানী বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দাপুনিয়ায় এলাকায়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার ভোররাতে আব্দুল জব্বারের মোড় রেল ক্রসিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কখন মারা গেছেন তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের কাজ চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে মালি হিসেবে কাজ করতেন। মানসিক সমস্যার কারণে তিনি ২০০৮ সালে অবসরে যান।
শাহীন সরদার/আরএআর/জেআইএম