রাবির চার আবাসিক হলে তল্লাশি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১২:০১ এএম, ২৫ নভেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মতিহার থানা পুলিশ এ তল্লাশি চালায়। তবে এ ঘটনায় কেউ আটক বা কিছু উদ্ধার হয়নি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা, শাহ মখদুম হল, মতিহার, হবিবুর রহমান হলে এ তল্লাশি চালানো হয়।

সূত্র জানায়, তল্লাশিতে শিক্ষার্থীদের আবাসিকতা, বহিরাগত শিক্ষার্থী, বিভাগ, সেশনসহ কিছু প্রাথমিক তথ্য যাচাই করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি, হল প্রাধ্যক্ষদের সঙ্গে নিয়ে চারটি হলে একযোগে এই তল্লাশি চলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান বলেন, সামনে নির্বাচন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে খোঁজ-খবর নেয়া হলো। তবে কাউকে হেনস্থা বা আটক করা হয়নি।

মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন নয় আবাসিক হলে নিরাপত্তার জন্য আমাদের এটা নিয়মিত একটি কাজ। বাকি হলগুলোতেও তল্লাশি চালানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন বলতে পারছি না।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।