তারুণ্যের শক্তিকে কার্যকর করতে সহশিক্ষা পাঠ্যক্রম জরুরি


প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৮ আগস্ট ২০১৫

তারুণ্যের শক্তিকে কার্যকর শক্তিতে রূপান্তর করতে উচ্চ শিক্ষায় সহশিক্ষা পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) মিলনায়তনে ইইউ আয়োজিত ‘ক্লাব কার্নিভাল ২০১৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ গুরুত্বারোপ করেন তিনি।

এই কার্নিভালের উদ্বোধন শেষে রাশেদ খান মেনন বলেন, তরুণরাই দেশের শক্তি। তারুণ্যের এ শক্তিকে উপযুক্তভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তারুণ্যের শক্তিকে কার্যকর শক্তিতে রূপান্তর করতে উচ্চ শিক্ষায় সহশিক্ষা পাঠ্যক্রম চালু করতে হবে। এ ব্যাপারে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
 
বিশ্ববিদ্যালয়ের ১৬টি ক্লাব এই কার্নিভালে অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের সহ-পাঠ্যক্রমে উদ্বুদ্ধ করাই এ অনুষ্ঠানটির মূল লক্ষ্য। শিক্ষার্থীদের বৈচিত্রময় উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে এবং তাদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ইইউ উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং উপ-উপাচার্য ড. আবদুল হান্নান।

আলোচনা শেষে মন্ত্রী কার্নিভালে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।