জাবিতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৭ আগস্ট ২০১৫

২০০৪ সালের ১৭ আগস্ট দেশব্যাপী  সিরিজ বোমা হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২ টার দিকে তারা এ মিছিল করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল যৌথ বক্তৃতায় সাংবাদিকদের বলেন, দেশব্যাপী ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার প্রতিবাদে আজকের এই কালো পতাকা মিছিল করা হয়েছে, এই মিছিলের মাধ্যমে জঙ্গিবাদের মদদ দাতার অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু, মোর্শেদুর রহমান আকন্দ প্রমুখ।

হাফিজুর রহমান/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।