ঢাবির সঙ্গে কাজ করবে হেল্পএইজ
দেশে প্রবীণ অধিকার সুরক্ষার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দেশের প্রবীণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাবি এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল একযোগে কাজ করবে। এ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টিতে তারা যৌথ সাংস্কৃতিক প্রচারাভিযানও পরিচালনা করবে। এছাড়া, তারা শিক্ষার্থীদের জন্য প্রবীণ জনগোষ্ঠী বিষয়ক ইন্টার্ণশিপ ও মাঠ জরিপ কর্মসূচির আয়োজন করবে। এক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করবে ইউরোপীয়ান ইউনিয়ন।
এমএইচ/এএইচ/আরআইপি