চবির বি ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ১২ হাজার ২৯০ জন শিক্ষার্থী। গতকাল শনিবার দুই শিফটে অনুষ্ঠিত এই ইউনিটের অধীন কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৫২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ৪৪ শতাংশ।

রোববার আনুষ্ঠানিকভাবে বি ইউনিটের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।

এদিকে পরিবহন ধর্মঘটের মধ্যেও রোববার সম্মিলিত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে। সড়কে গণপরিবহনের সংকট থাকলেও ধর্মঘটের আওতামুক্ত ছিল বিশ্ববিদ্যালয় রুটের গণপরিবহনগুলো। তবে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে আসতে নানা ভোগান্তি পোহাতে হয়।

ধর্মঘটে আগামীকাল সোমবারের পূর্ব নির্ধারিত এ ইউনিটের অধিভুক্ত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে জরুরি সভা ডেকেছে ভর্তি কমিটি।

আবদুল্লাহ রাকীব/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।