‘বিচার পাইতে টাকা লাগে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২০ অক্টোবর ২০১৮

তিনবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনে মামলা এখন সিআইডিতে। এসবের মধ্য দিয়ে দুই বছর পেরিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লিপু হত্যাকাণ্ডের ঘটনা।

তবে দীর্ঘ সময় পার হলেও রহস্য উদঘাটন হয়নি এই হত্যাকাণ্ডের। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দিলেও কে বা কারা লিপুকে হত্যা করল, কেন করল, কারাই বা এর পেছনে রয়েছে তার কিছুই জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

আদৌ এই হত্যাকাণ্ডের বিচার পাবে কিনা এ নিয়ে আশঙ্কা এবং হতাশা বিরাজ করছে লিপুর পরিবার, সহপাঠী ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের। এই মামলার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

লিপুর বাবা বদর উদ্দীন বলেন, এক বছর আগে ফোন দিয়েছিলাম এক পুলিশকে। তিনি বললেন, আমার কাছে এই মামলা নাই। তারপরে আর কোনো খোঁজ নেইনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিপুর বাবা আরও বলেন, তোমরা বুঝো না, এখন বিচার পাইতে টাকা লাগে। কিন্তু আমার তো টাকা নাই। আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। তিনিই এর বিচার করবেন। আমার ছেলের নামে কোনো খারাপ রিপোর্ট ছিল না। আমি তো আর কিছু জানতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছি, তারা আমার বাবারে কেন মারল?

জানা যায়, প্রথমে লিপু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান রাজশাহী নগরীর মতিহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান। মামলার দায়িত্ব নেয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। অল্পদিনের মধ্যে দোষীদের শনাক্ত করা যাবে। এর মধ্যে ওই বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অন্যত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি (তদন্ত) মাহবুব আলম। তিনি দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ২০১৭ সালের ২০ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের আদেশ আসে।

সিআইডিতে মামলাটির দায়িত্ব পান রাজশাহী সিআইডি পুলিশের পরিদর্শক আসমাউল হক। তিনি পৌনে দুই বছর ধরে এই মামলার তদন্ত করলেও কোনো অগ্রগতি জানাতে পারেননি। গত বছরের এইদিনে তিনি বলেছিলেন, লিপু হত্যার তদন্তে কোনো অগ্রগতি নেই। আসামি শনাক্তে ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। একটু সময় লাগবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে দুই বছরের মাথায় তিনি বলেন, আমি তো ওখান থেকে বদলি হয়েছি। এই সংক্রান্ত আমার কোনো বক্তব্য নেই। এখন যে নতুন দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করেন। আমি তো ওই দায়িত্ব দিয়ে চলে আসছি।

এক সপ্তাহ আগে লিপু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া আজিজুর রহমান (ইন্সপেক্টর) বলেন, আমি সপ্তাহখানেক হলো এই মামলার দায়িত্ব পেয়েছি। এখনো কিছু বুঝে উঠতে পারিনি। তবে মামলার তদন্ত চলছে।

এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আ-আল মামুন বলেন, আমাদের মন ভার হয়ে আছে। দুই বছর পার হয়ে গেল। এখানে যারা দাঁড়িয়েছি তারা লিপুর সহপাঠী। তারা দেখেছে হলে লিপুর মরদেহ পড়ে আছে, তার শরীরে ক্ষতচিহ্ন আছে। যখন শরীরে ক্ষতচিহ্ন থাকে তখন এটা কিলিং। এটা কোনো আত্মহত্যা নয়, এটা খুন। কিন্তু এই খুনের ঘটনা তদন্তে কেন দুই বছর লাগবে? এটা বড় প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন অনেক, অনেক ছাত্র-শিক্ষক মারা গেছে। কিন্তু বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন?।

বিজ্ঞাপন

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেই মানববন্ধনে এসব কথা বলেন অধ্যাপক আ-আল মামুন।

লিপুর সহপাঠী হুসাইন মিঠু বলেন, এই মামলার তদন্তে আমরা পুলিশের অনীহা লক্ষ্য করেছি। পুলিশ চাইলে দ্রুত সময়ের মধ্যেই এর প্রতিবেদন দিতে পারত। পরবর্তীতে সিআইডিতে মামলাটি গেলে তারাও পুলিশের মতোই অবহেলা করেছে। তারা আমাদেরকে হতাশ করেছে গত দুই বছর ধরে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়। লিপুকে হত্যা করা হয়েছিল বলে ওই সময় পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।