জাবিতে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৫ আগস্ট ২০১৫

যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শনিবার ভোরে ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মো.  আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেলা পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র্যালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘যেসব খুনিরা ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ভেবেছিলো বঙ্গবন্ধুর বংশ ধ্বংস করা হয়েছে, ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে, তাদের ধারণা ভুল ছিলো। সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু বিরাজমান’।
 
দিবসটি উপলক্ষে দুপরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ কর্মচারী ক্লাবে গণভোজের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্ত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

হাফিজুর রহমান/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।