জবিতে দুর্গাপূজার ছুটি ৩দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৩ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রোববার বিশ্ববিদ্যালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা এবং ১৭ অক্টোবর (বুধবার) থেকে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

এছাড়া ১৯ এবং ২০ অক্টোবর সাপ্তাহিক বন্ধ থাকায় সব মিলিয়ে ৫ দিনের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা। আগামী ২১ অক্টোবর (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।

মাহমুদুল হাসান তুহিন/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।