সপ্তাহ বিরতির পর আবারও সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার দাবিতে সাত দিন বিরতির পর আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী সমন্বিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা রক্ষা কমিটি।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিলেন।

এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। অনেক যানবাহন বিকল্প পথ দিয়ে চলাচল করছে। কিছু যাত্রী পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে। তবে পুলিশ যাত্রীদেরকে মাঝপথ থেকে ফিরিয়ে দিতে দেখা যায়।

ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রক্ষা কমিটির আহ্বায়ক রুহুল আমিন কিস্কুর নেতৃত্বে এসময় অর্ধশতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। বিকেল তিনটার মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।