রাবিতে সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন জামা বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন নবজাগরণের উদ্যোগে এ নতুন জামা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন শিরাজী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি খন্দকার মার্জান আতিক কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরিফিন মাতিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর ও সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান প্রমুখ।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।