মাভাবিপ্রবির অর্ডিন্যান্স পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বৃষ্টি উপেক্ষা করে অর্ডিন্যান্স পরিবর্তনের চতুর্থ দিনেরমতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯টায় আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন ওই শিক্ষার্থীরা। এখনো আন্দোলন অব্যাহত রয়েছে।

2Tangail-Mbstu-Students-Ori

গান, কবিতা আবৃত্তি ও নানা ধরনের স্লোগানের মাধ্যমে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষের অর্ডিন্যান্সের পরিবর্তন ও পূর্বের অর্ডিন্যান্স পুনর্বহাল এবং অর্ডিন্যান্সের পরিবর্তন হলে পরীক্ষার জন্য নূন্যতম সাতদিন সময় দিয়ে পরীক্ষা নেয়ার দাবি জনান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষাবর্ষের অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।